বিদ্যানন্দ সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলা করছে
বিদ্যানন্দ সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলা করছে
আহ্ বিদ্যানন্দ! মানুষের ইমোশন কাজে লাগিয়ে পল্টি মারলে😢 যেমন উত্থান, যেমন পতন।
একটা গরু যে দুইবার খাওয়াইলেন। আর কত বাটপারি করবেন সাধারণ মানুষের সাথে? আপনাদের দেয়া টাকায় আপনাদের মজিদ চাচা এখন ১৪ টা ফ্ল্যাটের মালিক।
কিশোর কুমার'রা মানুষদেরকে ধোকা দিয়ে টাকা আর সম্পদের পাহাড় বানিয়ে নিচ্ছে। ১৩০ বিঘা জমির হিসেব তো আপনাদেরকে পইপই করে দিতেই হবে। মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা অনুদান পেয়ে ফুড ব্লগারের মতো কয়েকটা খিচুড়ির প্লেট সাজিয়ে ছবি আপলোড করে কয়েকজনকে খাইয়ে দিয়েই শেষ।
এখন আবার পোস্ট দিয়ে ক্ষমা প্রার্থনা করছেন। যে পোস্ট দিয়ে ক্ষমা চাইতেছেন সেই পোস্টই তো আপনারা কপি করে সামান্য ইডিটিং করে আপনাদের পেজে আপলোড দিয়েছেন। এটা কপি করেছেন প্রথম আলোর "ভাতের স্বাধীনতা চাই" নামক আর্টিকেল থেকে।
Comments
Post a Comment