Posts

Showing posts from April, 2023

তীব্র গরমের তাপদাহে রেললাইন বেঁকে যায় কেনো?

Image
 তীব্র গরমের তাপদাহে রেললাইন বেঁকে যায় কেনো? সারা দেশে প্রচণ্ড গরম। কোথাও কোথাও ৪০-৪৬ ডিগ্রি তাপ। মানুষ তো হাপিয়ে যাচ্ছে এমনকি তীব্র গরমে রেল লাইন বেঁকে যাচ্ছে। এখানে হাহা দেয়ার কি আছে? এর তো ব্যাখ্যা আছে। তাপে রেললাইন বেঁকে যাওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি?  রেললাইনের দুই পাতের মধ্যবর্তী স্থান ফাঁকা রাখা হয় কেনো? যখন ট্রেন চলাচল করে তখন পাত গরম হয়ে বড় হয়ে যায়। তাই দুই পাতের মধ্যবর্তী স্থান একটু ফাঁকা রাখা হয়। কোনো কিছু তে তাপ দিলে সেটা বড় হয়। রেললাইন অতিরিক্ত গরমের কারণে বড় হয়। দৈর্ঘেও বাড়ে আবার প্রস্থেও বাড়ে। রেললাইন বসানোর সময় দুইটা লোহার পাত এর মধ্যে একটু ফাঁকা জায়গা রেখে বসানো হয়। যাতে গরমে লোহার পাত এর আয়তন বাড়লেও লাইন এর কোনো সমস্যা না হয়। কিন্তু গরম বেশি হওয়ায় ওই ফাঁকা জায়গা পূরণ হয়ে যাওয়ার পরেও রেললাইন বৃদ্ধি পাইতে থাকে তখন ঐ লাইন বৃদ্ধি পাওয়ার কোনো ফাঁকা জায়গা না থাকায় বেকে যায়। ৯/১০ এর ফিজিক্স বইতে পাবেন।

বিদ্যানন্দ সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলা করছে

Image
 বিদ্যানন্দ সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলা করছে আহ্ বিদ্যানন্দ! মানুষের ইমোশন কাজে লাগিয়ে পল্টি মারলে😢 যেমন উত্থান, যেমন পতন। একটা গরু যে দুইবার খাওয়াইলেন। আর কত বাটপারি করবেন সাধারণ মানুষের সাথে? আপনাদের দেয়া টাকায় আপনাদের মজিদ চাচা এখন ১৪ টা ফ্ল্যাটের মালিক। কিশোর কুমার'রা মানুষদেরকে ধোকা দিয়ে টাকা আর সম্পদের পাহাড় বানিয়ে নিচ্ছে। ১৩০ বিঘা জমির হিসেব তো আপনাদেরকে পইপই করে দিতেই হবে। মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা অনুদান পেয়ে ফুড ব্লগারের মতো কয়েকটা খিচুড়ির প্লেট সাজিয়ে ছবি আপলোড করে কয়েকজনকে খাইয়ে দিয়েই শেষ। এখন আবার পোস্ট দিয়ে ক্ষমা প্রার্থনা করছেন। যে পোস্ট দিয়ে ক্ষমা চাইতেছেন সেই পোস্টই তো আপনারা কপি করে সামান্য ইডিটিং করে আপনাদের পেজে আপলোড দিয়েছেন। এটা কপি করেছেন প্রথম আলোর "ভাতের স্বাধীনতা চাই" নামক আর্টিকেল থেকে।